• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন |

সামনে কঠিন লড়াই, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই : বরকত উল্লাহ বুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের কারো মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি—এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ রোববার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে জিয়া মঞ্চ-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বিএনপির সময়ে সুযোগ-সুবিধা নিয়ে আজ ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যাল, স্কুল-কলেজের মালিক হয়েছেন, তারাই আজ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন প্রার্থীও রয়েছে, যার আয় মাসে ১ লাখ টাকা নয়, অথচ সে প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় করছে। এই টাকার উৎস আমরা সবাই জানি।’

তিনি আরও বলেন, ‘এই ছায়া শত্রুর বিরুদ্ধে আমাদের কঠোরভাবে লড়তে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।’

তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তারেক রহমান বলেছেন—ঐক্য, ঐক্য, ঐক্য আর সবার আগে বাংলাদেশ।’

হুঁশিয়ার উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবালসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *