ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে একদিনে নিহত প্রায় ২২০
গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে নিহত হয়েছেন মোট ২২০ জন বেসামরিক মানুষ।
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৪৩ জন নিহত হয়েছে বলে হাসপাতাল ও চিকিৎসক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে আল-জাজিরা। নিহতদের মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে মারা গেছেন।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৭। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় মোট প্রায় ২ হাজার ৮০০ জন মানুষ নিহত হয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে।
দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর পর থেকে মাসখানেকের মধ্যে অন্তত ৩৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে।
গাজা ও লেবাননে সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা বিচারহীনতার প্রমাণ বলে মিশরের পক্ষ থেকে মঙ্গলবার দুই দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া হয়েছে।