ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার দেশের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযান চালানোর বিষয়ে গ্যালান্টের ওপর তার আস্থা ছিল না।
গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন গিদেওন সার। নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছে। এই যুদ্ধের লক্ষ্য কী, তা নিয়ে গ্যালান্ট ও নেতানিয়াহুর মধ্যে ডানপন্থী লিকুদ পার্টির ভেতরে কয়েক মাস ধরেই দ্বন্দ্ব চলছিল। অনেক দলীয় সদস্য মনে করছিলেন, নেতানিয়াহু শিগগিরই গ্যালান্টকে বরখাস্ত করবেন।
মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, "মতভেদ ছাড়াও আমাদের মধ্যে ধীরে ধীরে আস্থার সংকট দেখা দিল… আর এই সংকটের মধ্যে অভিযান চালানোর স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। তাই আমি আজ প্রতিরক্ষামন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
নেতানিয়াহু বলেছেন, তিনি মতভেদগুলো মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এই মতভেদ বেড়েই চলেছে এবং জনসাধারণের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। শত্রুপক্ষ এটা জেনে গেছে এবং তারা এই সুযোগটা অনেকটা কাজে লাগাচ্ছে।
নেতানিয়াহু আরো বলেছেন, গ্যালান্টের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। এছাড়া গ্যালান্টের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড সরকার ও মন্ত্রিসভার সিদ্ধান্তের বিপরীতে যাচ্ছে।
বরখাস্ত হওয়ার পর গ্যালান্ট বলেছেন, "ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সবসময়ই আমার জীবনের লক্ষ্য।"
গত কয়েকমাস ধরে নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল। এতে ইসরায়েলের জোট সরকার ও সেনাবাহিনীর মধ্যেও বিভেদ তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী চেয়েছে যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াই শেষ করা এবং হামাসের কাছ থেকে বন্দিদের মুক্ত করা।
গ্যালান্ট বলেছেন, এই যুদ্ধের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করা যাবে না।
গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরপরই নেতানিয়াহু গ্যালান্টকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। ইসরায়েলের বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে দ্বন্দ্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু গ্যালান্টকে আবারও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পুনর্বহাল করেন।
নেতানিয়াহুর জোট সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির গতকালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, "গ্যালান্ট এখনো একটা ধারণায় আটকে আছেন যে, পুরোপুরি বিজয় অর্জন করা সম্ভব নয়।"
কিন্তু নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্টজ এই পদক্ষেপের সমালোোচনা করেছেন। তার মতে, জাতীয় নিরাপত্তাকে রাজনীতির সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেছেন, "যুদ্ধের মাঝখানে এই পদক্ষেপটা নেওয়াটা খুব পাগলামোর কাজ।"
লাপিডের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য ইসরায়েলের নিরাপত্তা এবং সেনাবাহিনীর সদস্যদের জলাঞ্জলি দিচ্ছেন।