• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পাকিস্তানে দুই ব্যাংকসহ পুলিশস্টেশনে হামলা, আভিযানে ১২ সন্ত্রাসী নিহত খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে আহ্বান বিশিষ্ট নাগরিকদের ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান উত্তরায় ভবনে আগুনে তিনজনের মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট

ইস্রায়েলের দাবি, হিজবুল্লাহর নতুন প্রধান বেশিদিন টিকবেন না

হিজবুল্লাহর নতুন প্রধান বেশিদিন টিকবেন না, মনে করছে ইস্রায়েল

লেবাননের রাজনীতি ও সামরিক সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নঈম কাশেমের নাম ঘোষিত হওয়ার পর তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ইস্রায়েল। তারা বলেছে, কাশেমের ক্ষমতা ‘ক্ষণস্থায়ী’ হবে। তিনি বেশি দিন টিকবেন না।

এই প্রতিক্রিয়া জানিয়েছেন ইস্রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওভ গ্যালান্ট, এক্সে (ভূতপূর্ব টুইটার) নামক সামাজিক মাধ্যমে করা এক পোস্টে। পোস্টটিতে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন।

ইওভ গ্যালান্ট লিখেছেন, ‘অস্থায়ী নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’

প্রকৃত অর্থে, এই কথা বলেই ‘হুমকি’ দিয়েছেন ইস্রায়েলি এই প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বর মাসে ইস্রায়েল হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে।

অপরদিকে, এক্সে নামক সামাজিক মাধ্যমে ইস্রায়েল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, তিনি (নঈম) যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদক্ষেপ অনুসরণ করেন, তবে এই পদে (হিজবুল্লাহ প্রধান হিসেবে) তার মেয়াদ হতে পারে এই সংগঠনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত।

একই পোস্টে সতর্ক করা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর সামরিক ক্ষমতা ধ্বংস করা ছাড়া আর কোনো সমাধান নেই।

গত মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নঈম কাশেমের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি এই সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ পদে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর তৎকালীন প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইস্রায়েল। এরপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেমকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইস্রায়েল বিমান হামলা চালিয়ে তাকেও হত্যা করে।

১৯৫৩ সালে নঈমের জন্ম বৈরুতে। তিনি হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে তাকে সংগঠনের উপপ্রধান করা হয়।

নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে নঈম প্রথম টেলিভিশনে এ নিয়ে বক্তব্য দেন। লেবাননের অনেকের মতে, নাসরুল্লাহর মধ্যে যে ক্যারিশমা ছিল, তা নঈমের মধ্যে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *