• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পাকিস্তানে দুই ব্যাংকসহ পুলিশস্টেশনে হামলা, আভিযানে ১২ সন্ত্রাসী নিহত খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে আহ্বান বিশিষ্ট নাগরিকদের ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান উত্তরায় ভবনে আগুনে তিনজনের মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট

বিশ্ব রেকর্ড: একসঙ্গে ৩৮ কুকুর নিয়ে অভিযান

কানাডার মিচেল রুডি একজন কুকুর প্রেমী। তিনি চান সব কুকুর নিরাপদ থাকুক এবং একটি ভাল জায়গায় বাস করুক। সেই জন্য তিনি কুকুর দত্তক নেওয়ার জন্য প্রচার চালান।

এবার কুকুর দত্তক নেওয়ার জন্য রুডি একটি অভিনব কাজ করেছেন। তিনি একসঙ্গে ৩৮টি কুকুর নিয়ে আধা মাইলের চেয়ে বেশি পথ হেঁটেছেন এবং একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, রুডি এখন সবচেয়ে বেশি কুকুর নিয়ে একসঙ্গে ভ্রমণ করা ব্যক্তি।

এর আগে, এই রেকর্ডটি ছিল দক্ষিণ কোরিয়ার গোয়েসান কাউন্টির একজন ব্যক্তির। তিনি একসঙ্গে ৩৬টি কুকুর নিয়ে ভ্রমণ করেছিলেন। রুডি যে কুকুরগুলো নিয়ে ভ্রমণ করেছেন, সেগুলো কোরিয়ান কে৯ রেসকিউ শেল্টার (কেকে৯আর) থেকে পাঠানো হয়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রুডি বলেছেন, “এই কুকুরগুলোর কয়েকটিকে “পাপি মিল ইন্ডাস্ট্রি” থেকে উদ্ধার করা হয়েছে (যেখানে বাণিজ্যিক ভাবে কুকুরছানা জন্মদান করা হয় যাতে সেগুলো পোষা প্রাণী হিসেবে বিক্রি করা যায়)। অন্য কয়েকটিকে এমন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে যেখানে কুকুরদের মাংসের জন্য পালন করা হয়।”

কোরিয়াসহ বিশ্বের আরও কয়েকটি দেশে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। রুডি জানান, কেকে৯আর ছাড়াও কোরিয়ার আরও কিছু সংস্থা এই কুকুরগুলোকে উদ্ধার করেছে। তিনি বলেন, “এসব কুকুরকে উদ্ধার করার সময় আমাদের স্থানীয় লোকদের প্রবল বাঁধার মুখোমুখি হতে হয়েছে। তারা (কুকুর) অসাধারণ প্রাণী এবং ভাল থাকার জন্য ভাল জায়গা পাওয়া এবং খুব সামান্য স্নেহ ও ভালবাসার দাবি তাদের রয়েছে।”

রুডি যেসব কুকুর নিয়ে ভ্রমণ করেছেন, তাদের প্রত্যেকটির গলায় আলাদা কলার ছিল। তিনি কলারের সঙ্গে যুক্ত বেল্ট দুই হাতে ধরেছিলেন। কুকুরগুলো নিজেরাই হেঁটে রাস্তায় এগিয়েছে। সেগুলোকে নিয়ে রুডি প্রায় এক কিলোমিটার (শূন্য দশমিক ৬ মাইল) পথ হেঁটেছেন।

রুডি বলেছেন, “আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যাতে এই কুকুরগুলো চ্যাম্পিয়ন হয়ে ওঠে। তারা তো চ্যাম্পিয়ন। এরা ভালো কুকুর এবং একটি আশ্রয় তাদের অধিকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *