কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার চাপ দিচ্ছেন তাঁর দলের, লিবারেল পার্টির কয়েকজন সংসদ সদস্য। ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। লিবারেল পার্টির ওই সদস্যরা বলছেন, ট্রুডো পদত্যাগ না করলে দলের মধ্যে সম্ভাব্য বিদ্রোহের মুখোমুখি হবেন।
বুধবার ট্রুডো তাঁর দলের সংসদ সদস্যদের সঙ্গে বন্ধ দরজায় বৈঠক করেন। বৈঠকে ২০ জন সদস্য দাবি করেন যে, কানাডার আগামী সংসদ নির্বাচনের আগেই ট্রুডোর পদত্যাগ করা উচিত। এই সদস্যদের কেউই মন্ত্রিসভার সদস্য নন। এর পাশাপাশি দুই ডজন আইনপ্রণেতা ট্রুডোকে একটি চিঠি দিয়ে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
কানাডার সংসদে লিবারেল পার্টির ১৫৩ জন সদস্য রয়েছেন। এর মানে সংসদে দলের বিদ্রোহী সদস্যদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাছাড়া নির্বাচনের আগে ট্রুডো পদত্যাগ করলে, লিবারেল পার্টির এমন কোনো নেতা এখনো এগিয়ে আসেননি যিনি তাঁর পদে বসতে পারেন।
ট্রুডো ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই সময়ের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে। কানাডার সংবাদমাধ্যম সিবিসির একটি জরিপ অনুযায়ী, আগামী বছরের অক্টোবরে কানাডার সাধারণ নির্বাচনের আগেই বিরোধী দল কনজার্ভেটিভ পার্টি জনপ্রিয়তায় ২০ পয়েন্ট এগিয়ে আছে।
এসব কিছুর পরও ট্রুডো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের কথা বলছেন। বুধবার তিনি তাঁর দলের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য ট্রুডোকে সমর্থন জানান। কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আগামী নির্বাচনে ট্রুডো বিরোধী দলের নেতা পিয়েরে পইলিয়েভরের বিরুদ্ধে লড়বেন।