• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান পাকিস্তানে দুই ব্যাংকসহ পুলিশস্টেশনে হামলা, আভিযানে ১২ সন্ত্রাসী নিহত খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে আহ্বান বিশিষ্ট নাগরিকদের ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান উত্তরায় ভবনে আগুনে তিনজনের মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট

জাপানে নির্বাচনে হ্যাং পার্লামেন্ট, সরকার গঠনে অনিশ্চয়তা

জাপানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো দল, কার সরকার?

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে কোনো দলই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ভোটাররা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ক্ষমতাসীন জোটকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে কার সরকার হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অনিশ্চয়তাকে কেন্দ্র করে জাপানের মুদ্রা ইয়েনের মূল্য তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারণ, বিনিয়োগকারী ও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অনিশ্চয়তা আরো কয়েকদিন বা সপ্তাহ স্থায়ী হতে পারে।

ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটের সহযোগী দল কোমেইতো পার্লামেন্টের নিম্নকক্ষে ২১৫টি আসন পেয়েছে। আগেরবারের চেয়ে তাদের আসনসংখ্যা কমেছে। আগে নিম্নকক্ষে তাদের আসন ছিল ২৭৯টি। তহবিলজনিত কেলেঙ্কারি ও জীবনযাপন ব্যয়ের সংকটের কারণে ভোটারদের অনেকেই তাদের প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনে এলডিপির দুই মন্ত্রী ও কোমেইতোর নেতা কিইচি ইশিতাও তাদের আসন হারিয়েছেন। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপিজে) এবার নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তাদের আসন বেড়ে হয়েছে ১৪৮টি। আগে তাদের আসন ছিল ৯৮টি। তবে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তাদের আরো ৮৫টি আসন দরকার।

সাংবিধানিক বিধি অনুযায়ী, সরকার গঠন করতে দলগুলোকে ৩০ দিনের মধ্যে জোট গঠন করতে হবে। এক মাসেরও কম আগে প্রধানমন্ত্রী হওয়া ইশিবা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনে ছোট দলগুলোও উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছে। আলোচনার সময় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণের প্রতিষ্ঠান জাপান ফোরসাইটের প্রতিষ্ঠাতা টোবিয়াস হ্যারিস বলেছেন, ‘প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ এলডিপি নেতা হিসেবে পদত্যাগ করুন বা না করুন, নতুন সরকারে তাঁর প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকা সম্ভব বলে মনে হচ্ছে না। তবে তিনি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে থাকতে পারেন।’

ইশিবা আজ দুপুর দুইটার দিকে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। নির্বাচনের আগে এলডিপির পরিকল্পনা করেছিল, ৭ নভেম্বর প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য পার্লামেন্টে অধিবেশন ডাকবে তারা।

সিডিপিজের নেতা ইয়োশিকো নোডা বলেছেন, তিনি বিদায়ীদের উৎখাত করার চেষ্টা করতে অন্য দলগুলোর সঙ্গে কাজ করবেন। যদিও বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাটি দূরবর্তী।

গত মাসে এলডিপির নেতা নির্বাচিত হয়েছেন ইশিবা। সাত দশক ধরে তার দল জাপানের শাসনক্ষমতায় রয়েছে। ১ অক্টোবর প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার পর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ৬৭ বছর বয়সী ইশিবা জাপানের প্রধানমন্ত্রী হন। এরপর তিনি নতুন জাপানের প্রতিশ্রুতি দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেন। গতকাল জাপানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *